জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল: ইরান-পশ্চিমাদের উত্তেজনা চরমে
যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির দেয়া চিঠির পর নেতানিয়াহুর দেয়া আল্টিমেটামের দিনেই ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলো জাতিসংঘ। এর ফলে অর্থনৈতিক প্রভাব নিয়ে দুশ্চিন্তায় ইরানের সাধারণ মানুষ। সেই সঙ্গে প্রকট হচ্ছে তেহরানের সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা বাড়ার শঙ্কা। এ অবস্থায় যে কোনো পরিণতির দায় পশ্চিমাদেরই নিতে হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান।