ওয়ানডেতে ভালো না কাটলেও সাদা পোশাকে সেরা সময় টাইগারদের
পছন্দের ফরম্যাট হলেও, ওয়ানডেতে বছরটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। তিন সিরিজের দুটিতেই হারের লজ্জায় বছর শেষ করতে হচ্ছে। তবে সাদা পোশাকে অন্যতম সেরা সময় কাটিয়েছে টাইগাররা। হারিয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মত দলগুলোকে। কেমন কাটলো ক্রিকেটের ২০২৪?