পৃথিবীর মতো গ্রহের সন্ধান, 'গ্লিস ১২বি' নিয়ে যা জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীর কাছাকাছি প্রাণের অস্তিত্ব থাকতে পারে এমন নতুন এক গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। 'গ্লিস ১২বি' নামের নতুন গ্রহটির তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যার মানে, মানুষের বাসযোগ্য হতে পারে এই গ্রহ। মূলত কয়েকটি পরিচিত গ্রহের মধ্যে এটি একটি, যেখানে মানুষের পক্ষে বেঁচে থাকা তাত্ত্বিকভাবে সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের।