ধর্ষণ চেষ্টা মামলায় খেটেছেন জেল
মাত্র এইট পাশ করেই অ্যাডমিন অফিসার! অবাক করা এমন কান্ডই ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কামাল হোসেন ওহিদুল নামের ওই ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছিলেন পিয়ন হিসেবে। গেল নভেম্বরে হুট করেই বনে গেছেন প্রশাসনের নির্বাহী কর্মকর্তা। এর আগে ২০২০ সালে ধর্ষণ চেষ্টা মামলায় জেলও খাটতে হয় তাকে। যদিও তার দাবি, ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি।