১৪৪ বছরের বিরল আয়োজন মহাকুম্ভে অংশ নিতে প্রস্তুত চার কোটি পুণ্যার্থী
বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতের আয়োজনে ব্যস্ত ভারত। উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে সনাতন ধর্মাবলম্বীদের এবারের মহাকুম্ভে যোগ দেবেন দেশি-বিদেশি প্রায় চার কোটি পুণ্যার্থী। ১৪৪ বছরের একমাত্র, বিরল এ মহা আয়োজন ও আধ্যাত্মিক মিলনমেলা দেখা যাবে সুদূর মহাকাশ থেকেও। গঙ্গা-যমুনা আর সরস্বতী নদীর মিলনস্থলে, প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত কুম্ভ মেলার ১২টি আয়োজনের চক্র সম্পন্ন হচ্ছে এ বছর।