অস্ত্রোপচার-কেমোথেরাপি ছাড়াই শব্দ তরঙ্গে মিলবে ক্যান্সারের সমাধান
গত কয়েক দশক ধরে, ক্যান্সারের চিকিৎসা মানেই ছিলো হাড়ভাঙা অস্ত্রোপচার, যন্ত্রণাদায়ক কেমোথেরাপি আর তেজস্ক্রিয় রেডিয়েশন। তবে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সাধারণত, আল্ট্রাসাউন্ড যা আমরা এতদিন শুধু রোগ নির্ণয়ে বা গর্ভবতী মায়ের ভ্রূণ দেখতে ব্যবহার করতাম, সেই উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গই এখন ক্যান্সার চিকিৎসাকে নিয়ে যাচ্ছে অস্ত্রোপচার-মুক্ত নতুন যুগে। কীভাবে এ শব্দ তরঙ্গ ক্যান্সার, টিউমার ধ্বংস করে রোগীর জীবনে নতুন আশা জাগাচ্ছে তা থাকছে প্রতিবেদনে-