পারিবারিক আদালতে কেন যাবেন, কখন যাবেন
দাম্পত্য জীবন কিংবা পারিবারিক সম্পর্কের টানাপোড়েন যখন ব্যক্তিগত আলোচনার সীমা ছাড়িয়ে যায় এবং আবেগ দিয়ে সমাধান সম্ভব হয় না, তখনই আইনগত হস্তক্ষেপ জরুরি হয়ে ওঠে। সন্তানের অভিভাবকত্ব, স্ত্রীর ভরণপোষণ (Maintenance) বা বিবাহবিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয়ে আইনগত সমাধান (Legal Solution) পেতে একমাত্র ভরসা পারিবারিক আদালত (Family Court)। কিন্তু সাধারণ মানুষ প্রায়শই দ্বিধায় ভোগেন— ঠিক কোন পরিস্থিতিতে এবং কী কী আইনি অধিকার নিয়ে তারা এই আদালতের দ্বারস্থ হবেন? এই আদালত মূলত পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে কীভাবে?