ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্য ইরানকে চাপে রাখা!
মধ্যপ্রাচ্যের নেতাদের আস্থা অর্জনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে চাপে রাখার কৌশল নিয়েছেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিলেও ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে ইরানের আধিপত্য কমাতে সব ধরনের কূটনৈতিক চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাকে ট্রাম্প প্রশাসনের হটকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন কোনো কোনো বিশ্লেষক। এমন পদক্ষেপের পর ওয়াশিংটনকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা।