ময়মনসিংহে বেড়েছে ডেঙ্গু রোগী, মশক নিধনে নেই উদ্যোগ
হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। ৫ দিনে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এমনিতেই মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ, তারওপর ডেঙ্গুর চোখ রাঙানি ভাবিয়ে তুলছে নগরবাসীকে। খাল ও ড্রেনগুলো যেন মশার প্রজননকেন্দ্র। মশক নিধনে সিটি কর্পোরেশনের নেই তেমন উদ্যোগ, কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অপর্যাপ্ত লোকবলকে। দ্রুত মশা নিধনে ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা চিকিৎসকদের।