শবে বরাতের পর থেকে জমজমাট চট্টগ্রামের টেরিবাজার
শবে বরাতের পর থেকেই বেচাকেনায় জমজমাট পোশাকের জন্য বিখ্যাত চট্টগ্রামের টেরিবাজার। ১১০টি ছোট বড় মার্কেটে মিলছে দেশি আর আমদানি করা নিত্য-নতুন পোশাক। বন্দরনগরীর বাসিন্দারা ছাড়াও, সারাদেশের ক্রেতারাও ছুটে আসছেন পাইকারি এ মার্কেটে। বিক্রেতাদের আশা, এবার ঈদ ঘিরে দেড় থেকে ২ হাজার কোটি টাকা বেচাবিক্রি হবে।