ইরানের তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরান অভিমুখে নৌবহর পাঠানোর পর এবার দেশটির তেলবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ছদ্মবেশী জাহাজে জ্বালানি রপ্তানি করে সন্ত্রাসী ও পরমাণু প্রকল্পে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করছে তেহরান। যদিও এর আগেই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনা যখন তুঙ্গে তখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল।