জোরালো-তদন্তের-আহ্বান

আটদিনের ব্যবধানে তিন বিমান দুর্ঘটনায় জনমনে প্রশ্ন

সাধারণত বৈমানিকের গুরুতর কোনো ভুল, যান্ত্রিক ত্রুটি, বৈরী আবহাওয়া, কন্ট্রোল টাওয়ার থেকে সঠিক বার্তা না পাওয়া কিংবা পাখির আঘাতে বিমান দুর্ঘটনা হয়ে থাকলেও, চলতি মাসে আটদিনের ব্যবধানে তিনটি বিমান দুর্ঘটনা নতুন করে জনমনে প্রশ্ন তৈরি করেছে। আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়ার মিসাইল বিধ্বস্ত করেছে, এমন খবর নিশ্চিত হওয়ায় উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা জন্ম দিয়েছে সন্দেহের। বিষয়টি জোরালো তদন্তের আহ্বান জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।