এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়; পাসের হার ৪৮.৮৬ শতাংশ
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশে। গত বছরের তুলনায় এ হার কমেছে ২২ দশমিক ২৯ শতাংশ। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ১০টায় এ ফল ঘোষণা করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম।