মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে যেন কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য এই উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে ভূখণ্ড দখলে নেবেন। জর্ডানের রাজার সঙ্গে বৈঠকে তিনি বলেন, এতেই মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠা হবে। যদিও নমনীয়ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করে জর্ডানের রাজা বলেন, মিশরের পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় আরব বিশ্ব।