ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকের বেশি এখন এস আলমের দখলে। এতে ব্যাংকটির দৈনিক লেনদেন ঘাটতি এখন ২ হাজার কোটি টাকা। ফলে এস আলমের সকল সম্পদের হিসাব বের করার উদ্যোগ নিয়েছে নতুন পর্ষদ। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে এ কথা জানায় ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এছাড়া নিয়োগ ও ব্যবস্থাপনা, বিনিয়োগ ও ঋণ এবং তহবিলের নিরীক্ষা করা হবে বলে জানান তিনি।