এক মাসেই প্রায় দেড় কোটি টাকা জরিমানা, ৫ হাজার মামলা আর ৭ হাজার গাড়ি জব্দ করেও যানজট সামাল দেয়া যাচ্ছেনা বন্দর নগরী চট্টগ্রামে। বিশেষজ্ঞরা বলছেন, একটি নগরে ২৫ শতাংশ সড়ক থাকার কথা থাকলেও চট্টগ্রাম নগরীতে আছে কেবল ১০ শতাংশ। তার ওপর যোগ হয়েছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ফলে দিন দিন যানজটের নগরীতে পরিণত হচ্ছে চট্টগ্রাম।