জিম্মি অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত ক্ষান্ত হবেন না বলে সাফ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যদিও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাস যে ৪টি মরদেহ হস্তান্তর করেছে তার মধ্যে একটি মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। অন্যদিকে, হামাসের অভিযোগ, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।