বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ
আজ (৪ ডিসেম্বর, বৃহস্পতিবার) আকাশে দেখা যাবে বছরের শেষ সুপারমুন (Year's Last Supermoon)। ডিসেম্বরের পূর্ণচাঁদকে ‘কোল্ড মুন’ নামেও ডাকা হয়। বাংলাদেশে আজ রাত থেকেই ‘কোল্ড মুন’ দেখা যাবে (Supermoon Viewing Time)। এটি সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে ৫ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৫টা ১৪ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো রাতই পরিষ্কারভাবে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। (Moon Brightness)