বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ

সুপারমুন
সুপারমুন | ছবি: এখন টিভি
0

আজ (৪ ডিসেম্বর, বৃহস্পতিবার) আকাশে দেখা যাবে বছরের শেষ সুপারমুন (Year's Last Supermoon)। ডিসেম্বরের পূর্ণচাঁদকে ‘কোল্ড মুন’ নামেও ডাকা হয়। বাংলাদেশে আজ রাত থেকেই ‘কোল্ড মুন’ দেখা যাবে (Supermoon Viewing Time)। এটি সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে ৫ ডিসেম্বর (শুক্রবার) ভোর ৫টা ১৪ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো রাতই পরিষ্কারভাবে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। (Moon Brightness)

‘কোল্ড মুন’ নামের কারণ (Cold Moon Sight)

বিবিসি জানিয়েছে, বছরের প্রতিটি পূর্ণিমারই একটি করে নাম রয়েছে। যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরও বহু আগে থেকে প্রচলিত। মৌসুম পরিবর্তনের হিসেব রাখার জন্যই ইতিহাসে পূর্ণিমার নানা নামকরণ করা হতো।

সেই অনুসারেই ডিসেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’। কারণ শীতের সূচনা হয় এই সময়ে।

আরও পড়ুন:

কেন এটিকে সুপারমুন বলা হয় (December Full Moon)

সুপারমুন তখন হয় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে (Moon Closest to Earth) কাছে অবস্থান করে। তাই চাঁদ অন্য সময়ের তুলনায় একটু বড় ও উজ্জ্বল দেখায়। আর এটিই হবে বছরের তৃতীয় ও শেষ সুপারমুন।

বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, আগামী পূর্ণিমা দেখা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি। সেটির নাম হবে ‘উলফ মুন’।

এনএইচ