ভিনগ্রহে জীবনের ইঙ্গিত, জেমস ওয়েব টেলিস্কোপে মিলেছে প্রমাণ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেছেন কেমব্রিজের একদল বিজ্ঞানী। 'কে টু-এইটিন বি' নামে গ্রহটি অন্য একটি নক্ষত্র কেন্দ্র করে ঘুরছে। যার আকার পৃথিবী থেকে সাড়ে আট গুণ বড়। জেমস ওয়েব টেলিস্কোপে শক্তিশালী প্রমাণ ধরা পড়েছে বলেও দাবি বিজ্ঞানীদের। গ্রহটি জীবাণুতে পরিপূর্ণ হতে পারে। যা নিশ্চিত করতে সময় লাগবে মাত্র এক থেকে দুই বছর।