কৃষ্ণসাগরে সামুদ্রিক অস্ত্রবিরতি নিয়ে আলোচনা হলো যুক্তরাষ্ট্র-রাশিয়ার ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠকে। শিগগিরই ইউক্রেনের সাথে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি সই হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা চলছে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকানা যুক্তরাষ্ট্রকে হস্তান্তর নিয়েও। মাঝখানে ম্লান ইউক্রেন-রাশিয়ার তিন বছরের যুদ্ধে ইতি টানতে পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির আলোচনা।