রপ্তানির সম্ভাবনা তৈরি করেও চীনের পণ্যের দাপটে বাজারে টিকতে পারছে না বগুড়ার পাম্প। জ্বালানি-কাঁচামালের দামের উর্ধ্বগতিতে উৎপাদন খরচ বাড়ায় গতবছর বেশ কমেছে রপ্তানি। ফাউন্ড্রি ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ওপর ভিত্তি করে গড়ে ওঠা কৃষি যন্ত্রাংশের হাজার কোটি টাকার বাজার ঠিক রাখার তাগিদ দেন ব্যবসায়ীরা।