বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারেনি কূটনৈতিক টানাপড়েন
রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ
রাজনৈতিক টানাপড়েন আর কূটনৈতিক শিথিলতা চললেও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বইছে উল্টো হাওয়া। অর্থ বছরের প্রথম ছয় মাসে, গেলোবারের তুলনায় ভারতে রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ, আমদানিও রয়েছে স্বাভাবিক। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের বাণিজ্য নির্ভরতা ও ব্যবসায়ীদের সম্পর্কের কারণে কূটনৈতিক টানাপড়েন বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অথচ একই সময়ে চীনের বাজারে রপ্তানি কমেছে প্রায় ৬ শতাংশ।