ট্রাম্পের অতিরিক্ত শুল্কে বেকায়দায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কার্পেট শিল্প
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের প্রভাবে বেকায়দায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কার্পেট শিল্প। এবার ক্রয়াদেশের অভাবে কারখানায় পড়ে আছে মজুত পণ্য। ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে অনেক উদ্যোক্তা। বিকল্প পেশার খোঁজে কারিগররাও। এদিকে, ট্রাম্প-মোদি ফোন আলাপের পর রয়টার্স জানায়, ভারতের ওপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমাতে যাচ্ছে ওয়াশিংটন।