তুলার বীজ থেকে তৈরি হচ্ছে ভোজ্যতেল। এ তেল পুষ্টিগুণ সমৃদ্ধ বলছে বিসিএসআইআর। বিশ্বজুড়ে এ তুলা তেলের বাজার তিন কোটি ডালারেরও বেশি। যদিও কুষ্টিয়ার দেশের একমাত্র কটন ওয়েল মিল রিফাইনারি বছরের তিন মাস চালু রাখা গেলেও কাঁচামাল সংকটে বন্ধ থাকে বাকি সময়। সম্ভাবনায় এ খাতকে এগিয়ে নিতে তুলা চাষ বৃদ্ধির কথা বলছেন সংশ্লিষ্টরা।