দুর্ভাগ্য পিছু ছাড়ছে না বোয়িংয়ের
দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের। বছরের শুরুতে মাঝ আকাশে দরজা উড়ে যাওয়া, এরপর আরও কয়েকটি দুর্ঘটনা, সবশেষ উড়ন্ত অবস্থায় হঠাৎ করে বিমান নিচের দিকে নেমে যাওয়া, এসব ঘটনায় চরম ভাবমূর্তি সংকটে পড়েছে বোয়িং। একদিকে গুণতে হচ্ছে জরিমানা, অন্যদিকে শেয়ারবাজারে হারাচ্ছে অবস্থান। ২০২৪ সালকে বোয়িংয়ের জন্য সংকটের বছর হিসেবে দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।