জি টোয়েন্টি সম্মেলনে তিন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন বিশ্ব নেতারা
দুই দিনের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের আলোচনায় উঠে এসেছে দারিদ্র্য ও ক্ষুধা থেকে বিশ্বকে মুক্ত করার উপায়। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে জলবায়ু সংকট, রাশিয়া-ইউক্রেন ও গাজা ইসরাইল যুদ্ধের লাগাম টেনে ধরার কৌশল। দরিদ্র দেশগুলোর জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত বিশ্বের বড় ২০টি অর্থনীতির দেশগুলোর সম্মেলনে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র
হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র। রুশ সীমান্ত অঞ্চল কুরস্কে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের পর থেকে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি এখন চরমে। রোববার (১ সেপ্টেম্বর) ইউক্রেন দেড়শ'র বেশি ড্রোন হামলা চালানোর পর সোমবার (২ সেপ্টেম্বর) ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমারা যুদ্ধ পরিস্থিত উস্কে দিচ্ছে দাবি করে পরমাণু ডক্ট্রিন পরিবর্তনের কথা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন বলছে, পশ্চিমাদের কাছ থেকে তাদের আরও প্রয়োজন সামরিক সহায়তা।