ইসরাইলের-প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে মরিয়া ইসরাইল

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইল। যদিও এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘ ৩০ মিনিটের ফলপ্রসূ ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র এই সংঘাত বন্ধের আপ্রাণ চেষ্টা করার দাবি করলেও তেহরানের বিরুদ্ধে হুমকি ধামকির মাত্রা উল্টো বাড়িয়েছে তেল আবিব। মারাত্মকভাবে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে উপসাগরীয় রাষ্ট্রগুলো যদি তেহরানের বিরুদ্ধে তেল আবিবকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ভয়াবহ পরিণতির জন্য সতর্ক করেছে ইরান।