ইসরাইলের-অপ্রতিরোধ্য-গোয়েন্দা-অনুপ্রবেশ

লেবাননে নজিরবিহীন হামলা, কঠোর শাস্তি দেয়ার প্রতিজ্ঞা হিজবুল্লাহ'র

মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে এবার নজিরবিহীন হামলার কবলে লেবানন। দেশজুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত তারবিহীন টেলিযোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে কমপক্ষে নয়জনের, আহত ইরানি রাষ্ট্রদূতসহ তিন হাজার মানুষ। এ ঘটনায় ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার প্রতিজ্ঞা করেছে হিজবুল্লাহ। একে ইসরাইলের অপ্রতিরোধ্য গোয়েন্দা অনুপ্রবেশ বলছেন বিশেষজ্ঞরা। ইসরাইল-হিজবুল্লাহ দ্বন্দ্ব মেটাতে কূটনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।