সাধারণ অধিবেশনের আলোচনায় প্রাধান্য পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বারবারই উঠে আসছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। অধিবেশনে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান সামরিক হস্তক্ষেপে কখনোই সম্ভব নয়। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, গাজা ও লেবাননে বর্বরোচিত অভিযান চালানোর মধ্য দিয়ে ইসরাইলি প্রশাসনের আসল চেহারা দেখেছে বিশ্ব। এদিকে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া নিজে থেকে যুদ্ধ বন্ধ করবে না।