অ্যাপ আসল নাকি নকল; জেনে নিন যাচাইয়ের সহজ উপায়
প্রতিদিনই নতুন নতুন অ্যাপ আমাদের সামনে হাজির হয়। কিছুতে থাকে আকর্ষণীয় ফিচার, আবার কিছু লোভনীয় অফার দিয়ে ব্যবহারকারীকে টানে। তাই অনেকেই ভেবে-না-ভেবে সেগুলো ইন্সটল করে ফেলেন। কিন্তু ইন্সটলের সময় বেশিরভাগ অ্যাপই বিভিন্ন পারমিশন চায়। আর আমরা না বুঝেই সেগুলো অনুমতি দিয়ে দিই। ঠিক এখানেই বড় ভুলটা ঘটে।