ইতালীর এপিফ্যানি উৎসবে জমজমাট বেচাকেনা
খ্রিষ্টীয় এপিফ্যানি উৎসবের আগের রাতে সান্তা ক্লজের মত করে ইতালিজুড়ে শিশুদের উপহার বিতরণ করে বেফানা। যার মধ্যদিয়ে শিশুদের ভালো কাজে উদ্বুদ্ধ করা হয়। ইতালীয় লোক কাহিনীর এমন উৎসব ঘিরে জমে উঠেছে উপহার বেচাকেনার দেকানগুলো। লাভবান হচ্ছেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী।