ফুটবল একাডেমি: আরামবাগে মাসিক ফি ৫০০, বাফুফেতে ৩ হাজার
মাসিক তিন হাজার টাকায় বাফুফে ফুটবল একাডেমি থেকে কী পাচ্ছেন শিক্ষার্থীরা? সপ্তাহে তিনদিনের অনুশীলন আর জার্সি। অথচ এর থেকে কম বেতনে বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে গড়া ফুটবল একাডেমিতে মিলছে বেশি সুবিধা তাই প্রশ্ন উঠছে, বাফুফে একাডেমির পরিধি বাড়াতে খুলনা, রাজশাহী আর সিলেটে আগের নিয়মে নতুন একাডেমি শুরু হলেও লাভবান হবেন কারা?