নেপালে প্রথমবার আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব
তুরস্ক, কাতার কিংবা মেক্সিকোর পর এবার প্রথমবারের মতো নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারায় শুরু হয়েছে আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভে শুরু হওয়া এই নয়নাভিরাম আয়োজন চলবে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত। পর্যটকদের খুশি করতে নানা দেশের পতাকার আদলে সাজানো হয়েছে ২৫টি হট এয়ার বেলুন। উৎসবে স্থানীয়দের সাংস্কৃতিক পরিবেশনা নজর কাড়ছে বিদেশি ভ্রমণপিপাসুদের।