ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারে অবরোধের নির্দেশ ট্রাম্পের
ভেনেজুয়েলায় যাতায়াত করা নিষেধাজ্ঞাভুক্ত জ্বালানি তেলের ট্যাংকারের ওপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে কি প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন করা হবে তা স্পষ্ট নয়। ট্রাম্পের নিষেধাজ্ঞাকে উদ্ভট হুমকি বলে প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা সরকার। আর শান্তির পথ বেছে নেয়ার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে, মার্কিন সামরিক অভিযানের হুমকিতে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিতে বিপাকে পড়েছেন বহু মানুষ।