জোরালো হচ্ছে যুদ্ধের শঙ্কা, মিত্রদের কতটা সমর্থন পাবে ইরান!
ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়ালে ইরান কি আদৌ পাবে মিত্রদের সমর্থন? তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই হামাস-হিজবুল্লাহ'র পাশাপাশি ইসরাইলি ভূখণ্ডে হামলার মাধ্যমে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। কিন্তু আঞ্চলিক যুদ্ধে প্রভাব ফেলার সক্ষমতা এসব গোষ্ঠীর কতোটা?
আঞ্চলিক যুদ্ধক্ষেত্রের নতুন কেন্দ্র লেবানন, নেই সমাধানের আশা
মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২০ বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে একদিনেই প্রায় ৫শ' মানুষের মৃত্যু দেখলো লেবানন, আহত ১৬শ'র বেশি। এদিন হিজবুল্লাহ'র ১৩শ' স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি ভূখণ্ডে ২শ'র বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। পরিস্থিতির ব্যাপক অবনতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক যুদ্ধক্ষেত্রের নতুন কেন্দ্র হয়ে উঠেছে লেবানন, নেই হিজবুল্লাহ-ইসরাইল রাজনৈতিক সমাধানের আশা-বলছেন বিশ্লেষকরা।