আইসিসির কোনো আসর পাকিস্তানে হয়েছিলো সেই ১৯৯৬ সালে। রাজনৈতিক বৈরিতা ও দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় গেলো ২৮ বছরে কোনো বৈশ্বিক আসর আয়োজন করতে পারেনি পিসিবি। চলতি বছরে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও পুরো আসর হয়নি, আর তা মূলত বিসিসিআইয়ের আপত্তির কারণে। তাই এশিয়া কাপ হয়েছিলো হাইব্রিড মডেলে।