অসাধু-চক্র

লোভে পড়ে লাগেজ বাণিজ্যে জড়াচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিরা!
মধ্যপ্রাচ্যের সাধারণ প্রবাসীদের টার্গেট করে লাগেজ বাণিজ্য বেশ পুরোনো। কখনো বিমানের টিকিট, কখনো আর্থিক লেনদেন। বিনিময় অসাধু চক্রের মালামাল এয়ারপোর্ট পার করে দেন প্রবাসীরা। সামান্য টাকার লোভে এ পথে পা বাড়িয়ে প্রায়ই জেল-জরিমানাসহ বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় তাদেরকে।

পুঁজিবাজারের গলার কাঁটা সীমাহীন মার্জিন লোন, নতুন আইন প্রস্তাব
পুঁজিবাজারে বিনিয়োগের ৫০ থেকে ৮০ শতাংশ মার্জিন লোন পেয়ে থাকেন বিনিয়োগকারী। তবে ঋণ দেয়ার সীমা মানে না অনেক প্রতিষ্ঠান। মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আঁতাত করে বেশি পরিমাণে ঋণ নেয় অসাধু চক্র। কারসাজির মাধ্যমে ইচ্ছেমতো দুর্বল মৌলভিত্তির শেয়ার নিয়ে সেগুলোর দাম অতিমূল্যায়িত করে। এরপর বাজারে মূল্য সংশোধন হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।