এক বালিশের দাম ৬০ লাখ টাকা!
আরামের ঘুমের জন্য কী চাই? নরম বিছানা আর একটা তুলতুলে বালিশ। আর বালিশ ছাড়া ঘুম যেন লবণ ছাড়া তরকারীর মত। ব্যক্তি জীবনের হাজারো ঝুট-ঝামেলার মাঝে এমনিতেই ঘুমের বারোটা বেজে যায়। তারমাঝে বালিশ মাথায় দিয়ে যদি স্বস্তি বোধ না করেন, তবে সে অস্বস্তির প্রভাব পড়ে কাজের মাঝেও। তবে বালিশের ব্যাপারে অনেকেই একটু খুঁতখুঁতে। সঠিক বালিশ ব্যবহার না করলে তা অনিদ্রা এবং ঘাড়ব্যথার কারণও হয়ে দাঁড়ায়।