পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা নেমেছে অর্ধেকে
ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের টানা আন্দোলনে সরকারি হাসপাতালে রোগীর সংখ্যা অর্ধেকে নেমে গেছে। এক মাস আগেও দিনে গড়ে ৭০ হাজার রোগী বহির্বিভাগে সেবা পেলেও বর্তমানে তা ৩৫ হাজারের কম। তিন ভাগের একভাগে নেমে এসেছে দৈনিক অস্ত্রোপচারের সংখ্যা। এমন পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়।