রাশিয়া ও চীনকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-ব্রিটেন
ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বৈশ্বিক শাসন ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এমআই সিক্সের প্রধান কর্মকর্তা। ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থার প্রধানরা বলেন, এই মুহূর্তে রাশিয়া, চীন বা মধ্যপ্রাচ্যের যে কোনো শক্তিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। প্রতিপক্ষের আঘাত প্রতিহত করতে হলে এই দুই দেশকে একযোগে কাজ করতে হবে।