গাজার শরণার্থী শিবিরগুলোয় পুরোদমে সেনা অভিযান ইসরাইলের
হামাস নির্মূলের নামে এবার গাজার শরণার্থী শিবিরগুলোতে পুরোদমে সেনা অভিযান চালাচ্ছে ইসরাইল। গেলো কয়েকদিনে গাজা উপত্যকায় আইডিএফ এর সেনা অভিযানে নতুন করে গৃহহীণ হয়েছেন আরও ৭৫ হাজার ফিলিস্তিনি। ১৫ আগস্ট যুদ্ধবিরতির আলোচনার কথা থাকলেও হামাস শর্ত জুড়ে দিয়েছে, জো বাইডেনের প্রস্তাবেই আলোচনা করবে সশস্ত্র এ গোষ্ঠীটি। এরমধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে যুদ্ধবিমান আর রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়।