'চীনকে শাস্তি দিতে শুল্ককে ব্যবহারের উদ্দেশ্য নেই ইউরোপীয় ইউনিয়নের'
যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং তুর্কিয়ের মতো দেশগুলো চীনকে শাস্তি দিতে শুল্ককে ব্যবহার করলেও ইউরোপীয় ইউনিয়নের এমন উদ্দেশ্য নেই বলে দাবি জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেকের। চীন সফরে গিয়ে এমন কথা জানান তিনি। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি দাবি করেন, ভর্তুকি নয়, দক্ষ জনবল থাকার কারণেই চীনে এগিয়ে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি শিল্প।