উদ্দাম বাজনা, ঝলমলে রঙিন আলো। বড়দিনের আগেই বড়দিনের মতো উৎসবের আমেজ দেখা যায় কেবল জার্মানিতেই। ‘ফরেস্ট উইন্টার লাইট’ নামে চোখ ধাঁধানো আলোক উৎসব শুরু হয়েছে বার্লিনে।