ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় লেবাননে ৩৭ জনের মৃত্যু
লেবাননের বৈরুতে বিমানবন্দরের কাছে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩৭ জনের। ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ'র উত্তরসূরি হাশেম সাফেদানিকে টার্গেট করেছিল আইডিএফ। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কায় ইরানের জ্বালানি বা অবকাঠামো খাতে ইসরাইলকে হামলা না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে পাঁচ শতাংশ বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দর।