এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পাওয়া দেশের ফুটবলের চরম অবনতি বলে মনে করেন দেশের সাবেক খেলোয়াড় এবং কোচরা। এর জন্য অবশ্য দেশের ক্লাব ফুটবল এবং ঘরোয়া লিগকে দায়ী করেন সাবেক খেলোয়াড় এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু এবং জাহিদ হাসান এমিলি। এদিকে জয় না পেলেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর কৌশল, দক্ষতাসহ খেলুড়ে মনোভাবের ভূয়সী প্রশংসা এই দুই সাবেকের কণ্ঠে।