অবশেষে আলোচনায় বসতে সম্মত হয়েছেন জুনিয়র চিকিৎসকরা
অসম্মতি জানানোর কয়েক ঘণ্টা পর অবশেষে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু জুড়ে দিয়েছেন শর্ত। ১০ নয়, ২৫ থেকে ৩৫ সদস্য নিয়ে আরজি কর ইস্যুতে সরকারের সঙ্গে বৈঠকে বসবেন তারা। তবে দাবি মেনে না নেয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও দোষীদের ন্যায়বিচার না হওয়ায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও কাজে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা।