মুরগির দাম ছয় লাখ টাকা! ডিমের কত?
মুরগি বা চিকেন খাবার হিসেবে প্রায় সব দেশেই জনপ্রিয়। দামও মানুষের অনেকটা নাগালের মধ্যে। তবে এক মুরগির দাম নাকি কয়েক লাখ টাকা! শুনে চোখ কপালে ওঠার মতোই অবস্থা। না, আপনি ভুল শোনেন নি। সত্যি, পৃথিবীর সবচেয়ে দামি মুরগির মূল্যটা এমনই।