ভারতের দক্ষিণাঞ্চলে কেরালায় ভূমিধসে অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসে এখন পর্যন্ত আহত হয়েছে শতাধিক। মৌসুমি বৃষ্টির কারণে ওয়েনাড জেলায় এই ভূমিধসের সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলো। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন জানান, আরও অনেক মানুষ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। ৩০ এবং ৩১ শে জুলাই রাজ্যে শোক ঘোষণা করা হয়েছে।