লোকবল সংকটে ভুগছে দেশের একমাত্র রেল সেতু কারখানা
ছয় বছর পর চালু হলেও লোকবল সংকটে ভুগছে দেশের একমাত্র রেল সেতু কারখানা। ১০৪ জনের পরিবর্তে কাজ চলছে মাত্র ১৪ জন দিয়ে। আপাতত শুধু সিসি ক্রিব তৈরি করা হচ্ছে কারখানায়। চেষ্টা চলছে পয়েন্টস অ্যান্ড ক্রসিং তৈরির মেশিন চালুর। যা আমদানিতে বর্তমানে শতকোটি টাকা ব্যয় করছে সরকার।